|
---|
নূর আহমেদ,মেমারি,১০ সেপ্টেম্বর : “আমরা প্রাক্তনী”র ডাকে মেমারি এবং পার্শ্ববর্তী সমস্ত স্কুল, কলেজের প্রাক্তন ছাত্রী ছাত্র, শিক্ষিকা শিক্ষকদের উদ্যোগে আর জি কর হাসপাতালেরর মহিলা ডাক্তার তিলোত্তমার ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বিচার চেয়ে জাতীয় পতাকা ও ফ্লেক্স হাতে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টা নাগাদ মেমারি বামুনপাড়া মোড়ে প্রতিবাদ মিছিল হয়। মিছিল বামুনপাড়ার মোড় থেকে স্টেশন বাজার হয়ে চকদিঘী মোড় পর্যন্ত হয়। চকদিঘীমোড় এসে ৯ মিনিট মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হয়। মিছিল থেকে দাবী ওঠে যে, সুপ্রিম কোর্টে যতদিন না বিচারের রায় হচ্ছে ততদিন তারা প্রতিবাদ চালিয়ে যাবেন। অন্যদিকে মেমারী এল আই সি অফিসের কর্মী ও এজেন্টরা আর জি কর ইস্যুতে এল আই সি অফিস থেকে চকদিঘীমোড় পর্যন্ত প্রতিবাদ কর্মসূচী পালন করে।