|
---|
মইদুল ইসলাম, বীরভুম –
বুধবার বীরভূমের সাইথিয়া থানার মদনপুর গ্রামের রাইস মিলের বয়লার ফেটে এবং তার তীব্রতায় রাইস মিল সংলগ্ন একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে একজন মারা গেছেন, তার নাম অঞ্জলি মন্ডল। এবং আহত হয়েছেন তার তার বৌমা বেবী মন্ডল। তাকে সাইথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
ঘটনার পর এলাকাবাসী সাইথিয়া সিউড়ি রাস্তা অবরোধ করে। রাইস মিল বন্ধের দাবী জানাই। পুলিশ ও বিডিও মহাশয়ের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেওয়া হয়।