|
---|
অতনু ঘোষ, মেমারিঃ করোনার ত্রাস থেকে আবিশ্বের পরিত্রাণ কবে মিলবে? তার কোনো সংকেত মিলছে না। সমগ্র দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ এবং মৃত্যুর দ্রুত হারে বেড়ে চলার খবরকে সঙ্গে নিয়ে রাজ্য 15 দিনের লকডাউনের অষ্টম দিনে প্রবেশ করল, যে লকডাউন সারা রাজ্যে চলার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 15 ই মে । তাই বর্তমানে সমস্ত গণপরিবহন বন্ধ। বর্তমানে বেশ কিছু মানুষ আছে যারা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু বর্তমানে লকডাউন চলার ফলে তাদের আয় পুরোপুরি ভাবে বন্ধ। অনেক টোটো চালক দের ব্যাংকের ঋণ থাকায় তারা যেমন সমস্যায় ণপড়েছেন তেমনি পেটের ভাত জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে টোটো চালক দের। টোটো চালকরা বলেন যাত্রীদের যেমন পরিবহণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে, আমাদেরও উপার্জনের দরকার। টোটোর ব্যাঙ্ক ঋণ শোধ করতে হচ্ছে। লকডাউন শুরু হয়ে থেকে কোনও আয় হয়নি।’’ এমত অবস্থায় তারা খুব কষ্টে দিনযাপন করছে।
এমত অবস্থায় পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের MBEU টোটো ইউনিয়ন টোটো চালক দের পাশে দাঁড়ালো— এদিন মেমোরি 1 নম্বর ব্লকের কেষ্টপুর মোরে- বেশকিছু টোটো চালকের হাতে মাস্ক, স্যানিটাইজার সাথে সাথে চাল আলু ডাল সহ বেশ কিছু খাদ্য সামগ্রী-তুলে দেওয়া হলো মেমারি নম্বর ব্লক ই-রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মেমারি 1 নম্বর ব্লক- তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি ও বাগিলা অঞ্চলের কার্যকারী সভাপতি অর্ক ব্যানার্জি, মেমারি 1 নম্বর ব্লক ই রিক্সা ইউনিয়নের সভাপতি সেখ হাসিবুর রহমান, মেমারি 1 নম্বর ব্লক ই রিক্সা ইউনিয়নের সম্পাদক রাজেশ মল্লিক, এবং টোটো চালক গৌতম কুন্ডু,কোরমান, সমির সহ অন্যান্য আরো বেশকিছু টোটো চালক গণ,————- মেমারি 1 নম্বর ব্লক ই রিক্সা ইউনিয়নের এই সাহায্য পেয়ে খুশি টোটো চালকেরা।