ভারতীয় দলে ব্রাত‍্য ঋদ্ধিমান

নতুন গতি ওয়েব: ভারতীয় দলে ব্রাত‍্য ঋদ্ধিমান, টেস্ট জীবন শেষের পথে ওই ক্রিকেটারের। ঋদ্ধি ইঙ্গিত দিয়েছেন, ভারতীয় দলে তাঁর ভবিষ্যৎ শেষের পথে। তাই হতাশ হয়েই রঞ্জি থেকে সরে গিয়েছেন। ভিতরে ভিতরে মর্মাহত তিনি। সেই কারণেই নাকি রঞ্জি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সবটাই এখনও জল্পনা স্তরে। এর সত্যতা যাচাই করা যায়নি।
১৭ ফেব্রুয়ারি কটকে শুরু হবে বাংলার রঞ্জি যাত্রা। বুধবার সন্ধেয় দল ঘোষণা করা হয়। সেখানে ঋদ্ধির নাম না থাকায় সকলেই অবাক। জানা যায়, স্বেচ্ছায় রঞ্জি থেকে সরে গিয়েছেন তিনি। এই বিষয়ে সৌরভ গাঙ্গুলি এবং অভিষেক ডালমিয়ার সঙ্গে কথা বলেছেন ঋদ্ধিমান। জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই মরশুমে বাংলার হয়ে কোনও ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ঋদ্ধি নিজে কিছু না বললেও নানা মহল থেকে নানান কথা ভেসে আসছে।
লাল বলের ক্রিকেট থেকে এবার সরে দাঁড়াতে হবে ঋদ্ধিমানকে। ভারতীয় টেস্ট দলে আর বেশিদিন নেই বাংলার উইকেটকিপার ব্যাটার। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে টিম ম্যানেজমেন্ট তুলে ধরতে চাইছে কেএস ভরতকে। ৩৭ বছরের ঋদ্ধিকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে ভবিষ্যতের কথা ভেবে তরুণ কাউকে সুযোগ দিতে চাইছে নির্বাচক মণ্ডলী।