|
---|
নিজস্ব সংবাদদাতা :ঋদ্বিমান সাহা মানেই কি লড়াই?গতকাল যেভাবে লখনৌ সুপার জায়েনটস্ এর বিরুদ্ধে খেললেন তাতে বোঝা যায় তিনি তার আগুনটা ভীতরে ভীতরে তৈরী রেখেছেন।তার ফলাফল দেখা গেল ঋদ্বির ব্যাটে। যেভাবে ব্যাটিং করলেন যেভাবে মারলেন তাতে বোঝা গেল তার ব্যাটে এখনো আগুন আছে। বাংলার হয়ে খেলা ঋদ্বি এখন অনেক পরিনত গতকাল খেলা তা দেখিয়ে দিয়েছে। তার ইনিংস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে তিনি তৈরী লড়াইএর জন্য। যার কথা সবাই বলত সেই পাপালি আর বাংলার নন,ভীতরের এই আগুন যেন রেখেই দিয়েছিলেন তিনি।কালকের ম্যাচে তার বড় বড় সট্ দেখিয়ে দিয়েছে কুড়ির ওভারের ম্যাচে তিনি এখনো লড়াই করতে পারেন। যেভাবে খেললেন তাতে আগামী দিনে ভারতীয় দলে তাকে দেখলে অবাক হবার কিছুই নেই। খেলার শেষে ঋদ্বির সহজ উত্তর আমি চেষ্টা করি সবসময়,হয়ত কোন সময় সফল হতে পারি না,তবে নিশ্চই কিছু আছে নাহলে টেষ্ট ম্যাচে তিনটে সেঞ্চুরি আসবে কিভাবে? ঋদ্বির রানে খুশি শিলিগুড়িও খুশি তার ছোট বেলার কোচ জয়ন্ত ভৌমিকও।তিনি জানিয়েছেন রান পাচ্ছিল না,তাই চিন্তায় ছিল ফোনে জানিয়েছেও আমাকে,তবে আমি বলেছি প্রথম একাদশে আছ চিন্তা করো না,রান পাবেই,তাই গতকাল রান পেয়ে ফোন করেছিল আমাকে, খুশীতে কেদে ফেলেছিল।আমি বলেছি এটা রেখে দাও সেমিফাইনাল এবং ফাইনালের জন্য। এখন কিছু ভেবো না,রান কর এবং দলকে জেতাও। তাই পাপালি এখন জবাব দেবার জন্য তৈরী হচ্ছেন।জবাব যে তার মুখে নয় জবাব আসবে ব্যাটে।