ঋতুরাজ বসন্তের মধ্যে এই রঙের উৎসব, দোল বা হোলি

ঋতুরাজ বসন্তের মধ্যে এই রঙের উৎসব, দোল বা হোলি

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :

    হিন্দু সভ্যতার অন্যতম প্রাচীন উৎসব বসন্ত উৎসব। হিন্দু সমাজের মহাপুরুষ শ্রীচৈতন্য জন্মতিথি এই পূর্ণিমা তিথি। হোলি উৎসব পৃথিবীর বহু দেশে এই উৎসব পালিত হয়, নিজস্ব কোন একটি দেশের বা জাতির নয়। এই উৎসবের আগের দিন সন্ধ্যায় হোলিকা দহন অনুষঙ্গে কুঁড়েঘর পড়ানো হয়। কোথাও বা অনেকদিন ধরে জড়ো করা শুকনো কাঠ বা গাছের লতাপাতা পড়ানো হয় ,আর এই পড়ানোর পরের দিন সবাই মেতে ওঠেন রঙের খেলায়। বসন্ত উৎসব, বসন্তকে স্বাগত জানাতে একটি দিনকে বেছে নিয়ে রং খেলা হয়। কোথাও বা অনেক অনেক উঁচুতে রাখা দইয়ের হাঁড়ি মানুষের পিঠেউঠে ওই দইয়ের হাঁড়ি ভেঙে ফেলা হয় । কোথাওবা ধুলা নিয়ে খেলা করেন। প্রমীলা বাহিনীর হাতে লাঠি, আর সেই লাঠি দিয়ে মহিলারা পুরুষদের আঘাত করে । পশ্চিমবঙ্গে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ নিয়ে দোলনায় চাপিয়ে দোল দেয়া হয় তাই এই উৎসবের নাম দোলযাত্রা । অনেক জায়গায় পালকি করে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ পাড়ায় পাড়ায় ঘোরানো হয়। হিন্দু সমাজের মহান পুরুষ শ্রীচৈতন্যের জন্মতিথি । কোথাও বা বিষাক্ত রং এর ব্যবহার তা নিয়ে খেলা আর এতেই বিপদ হতেই পারে। এটি হিন্দু সভ্যতার প্রাচীনতম উৎসব, নারি ও পুরুষ দের মধ্যে রং মাখা মাখি। আপনার আনন্দ অপরের নিরানন্দের কারণ না হয় সে দিকে আমরা লক্ষ্য রাখবো । রং খেলার মধ্য দিয়ে চারিদিকে ভ্রাতৃত্ব বজায় থাকার আহ্বান, তবেই হবে এই উৎসবের সার্থকতা। এই দোল বা হোলি উৎসব বছর বছর আমাদের সম্মুখে আসুক এই আশায়।