|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃটানা বৃষ্টি ও বিভিন্ন ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে বর্ধমানের বিভিন্ন নদী বিপদসীমার কাছাকাছি বইছে। পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের অগ্ৰদ্বীপের মাঝের পাড় এলাকায় ভাগীরথী নদীর পাড় ভেঙে পড়ছে। বেশ কয়েকটি জায়গায় বাঁধে ফাটল বা ধস দেখা যাওয়ায় গ্রামের ভিতরে ঢুকে পড়েছে জল।সেখানে গিয়ে দেখা গেল, ভাগীরথীর জল ঝাপটা মারছে বাঁধের দেওয়ালে।
ভাগীরথীতে আর সামান্য জল বাড়লেই বাঁধ ভেঙে গিয়ে কাটোয়া ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এই এলাকায় ৪ হাজার মানুষের বসবাস। সুতরাং বাঁধ ভাঙ্গার আসংখ্যা রাতের ঘুম উড়েছে তাদের। তবে বাঁধটি সেচ দফতরের আওতায় পড়লেও বর্তমানে রাত পাহারায় থাকা গ্রামবাসীরাই আপাতত জোড়াতালি দিয়ে পরিস্থিতির সামাল দিচ্ছেন।