|
---|
সেখ সামসুদ্দিন, ৮ ডিসেম্বর : পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি ও বর্ধমান নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে নদী তীর বরাবর সাইকেল ম্যারাথন অনুষ্ঠিত হয় ৫টি ক্লাব সংগঠনের প্রতিনিধিদের নিয়ে। এদিন ভোর সাড়ে ৫ টায় ১০কিমি ব্যাপী এই অর্ধ ম্যারাথনের সূচনা হয়। দামোদর নদের স্বচ্ছতার সচেতনতা ও প্রচারের উদ্দেশ্য এই “রিভারসাইড সাইক্লোথন” অনুষ্ঠিত হল পাল্লা এলাকার নদী বাঁধে। ম্যারাথন বড়শুল ঘুরে আবার পাল্লাতে এসে শেষ হয়। পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি ছাড়াও এদিন বর্ধমান সাইক্লিং ক্লাব, বোস ফাউন্ডেশন, বর্ধমান এইচ.আর.পি.এ., জামালপুর “আকাশ” এর প্রতিনিধিরা অংশ নেয়। সব থেকে কম সময়ে দূরত্ব অতিক্রম করে সেরা পুরস্কৃত হন সুরজিৎ নাথ। পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির তরফে সন্দীপন সরকার বলেন “নদীদূষণ রোধ করতে ও সচেতনতা আনতে ক্লাব প্রতিনিধিদের নিয়ে ম্যারাথন অনুষ্ঠিত হয়, যাতে তারা যাত্রাপথে স্বচ্ছতা বিষয়ক না না বিষয় দেখে তা নিজেদের ক্লাবে প্রচার করতে পারে”।