|
---|
মাদক মামলায় অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী
নতুন গতি ডিজিটাল ডেস্ক : মাদক মামলায় অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছে মুম্বাই হাইকোর্ট।
মঙ্গলবার মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত (এনডিপিএস) রিয়ার জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে দেয়। তার বিরুদ্ধেই বোম্বে হাইকোর্টে আবেদন করেন রিয়া।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মাদক কাণ্ডে গত ৯ সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সে বার তাঁর ১৪ দিনের জেল হয়। রিয়া জামিনের আবেদন করলে তা খারিজ করে দেয়।
গত ২২ সেপ্টেম্বর রিয়ার জেল হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পুনরায় আবেদন করে এনসিবি। সে বারেও ম্যাজিস্ট্রেট তাঁর আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করে। মঙ্গলবার তা শেষ হয়ে যাওয়ায় ফের মেয়াদ বৃদ্ধির আবেদন করে এনসিবি। এবং তা মঞ্জুর করে বিশেষ আদালত। বিশেষ আদালতের এই রায়ের বিরুদ্ধেই বোম্বে হাইকোর্টে গিয়েছিলেন রিয়া।
গত ১৪ জুন সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই নেটাগরিকদের বেশির ভাগের চোখে কার্যত ‘দোষী’ হয়ে যান রিয়া। সুশান্তের পরিবার রিয়ার নামে এফআইআর দায়ের করলে ঘটনার অভিমুখ রাতারাতি ঘুরে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়।
এর পর প্রয়াত অভিনেতার মৃত্যুতে মাদক-যোগও সামনে আসে। রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই বিষয়টি সামনে আসে বলে জানা যায়। তা নিয়ে তদন্তে নামে এনসিবি। রিয়া এবং তাঁর ভাই শৌভিক ছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রীত এবং শ্রদ্ধা কপূরকেও।
তবে সুশান্ত যে খুন হননি, সেটা কিছু দিন আগেই নিশ্চিত করেছেন এইমসের চিকিত্সকরা। দিন কয়েক আগে এইমসের চিকিত্সক দল দ্বিতীয় বার সুশান্তের ভিসেরা পরীক্ষা করে জানান, সুশান্ত আতমহত্যাই করেছেন। যদিও সুশান্তের পরিবার সেটা মানতে চাইছে না।