আর জি কর কান্ডের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ ও অবরোধ।

নূর আহমেদ, মেমারী, ৯ই সেপ্টেম্বর : সি আই টি ইউ কৃষকসভা, ক্ষেত-মজুর সহ বামপন্থী গণ-সংঠন গুলির ডাকে, আর জি কর কান্ডের প্রতিবাদে সোমবার বিকেল ৫টা নাগাদ মেমারী চকদিঘীমোড় সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্যা অন্তরা দত্ত, কৃষক সভার পক্ষে আনন্দ ফুলিয়া, পিযুষ বিশ্বাস ও সি আই টি ইউ কেন্দ্রীয় কমিটির নেতা সুকান্ত কোঙার। সভা পরিচালনা করেন কৃষক নেতা জয়দেব ঘোষ। এদিনের কর্মসূচি থেকে, জুনিয়র ডাক্তার দের মুখ্যমন্ত্রী উৎসবে ফেরা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে আই টি ইউ কেন্দ্রীয় কমিটির নেতা সুকান্ত কোঙার বলেন, ‘নূন্যতম লজ্জা বোধ থাকলে আপনি উৎসবের নাম মুখে আনতে পারতেন না। নিজের দলদাস পুলিশ কে দিয়ে সব তথ্য প্রোমান লোপাট করে উৎসবের ফেরার কথা বলছেন? আপনার পরিবারের কেউ ধর্ষিত হলে পারতেনএই কথা মুখে আনতে?

    বিক্ষোভ সভা শেষে, মিছিল করে মেমারি চকদিঘী মোড় জিটি রোড ১৫ মিনিট আর জি কর কান্ডের প্রতিবাদে অবরোধ করেন।