কাঠগড়ায় RO পদ্ধতি ওয়াটার পিউরিফায়ার। ১ লিটার জল পেতে ৪ লিটার জল নষ্ট।

নতুন গতি নিউজ ডেস্ক : সবজাগায় এখন কলকাতা পুরসভা বাড়ির দরজার গোড়ায় পরিস্রুত পানীয় জল সরবরাহ করে চলেছে। তারপরেও এখন ওয়াটার পিউরিফায়ারারের রমরমা। অনেকের বাড়িতেই RO পদ্ধতির পিউরিফায়ার বসানো অর্থাৎ, যে যন্ত্রে RO বা রিভার্স অসমোসিস পদ্ধতিতে পানীয় জল পরিস্রুত করা হয়। বিজ্ঞানীরা বলছেন, এই ধরনের পিউরিফায়ারে জলের ব্যাপক অপচয় হয়।