|
---|
মহম্মদ রিপন, মুরারই:
বীরভূম জেলার নলহাটি থানার নলহাটি কলেজ মোড় ৬০ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। স্থানীয় সূত্রে জানা গেছে রামপুরহাট এর দিক থেকে ধেয়ে আসা একটি লরির ধাক্কায় প্রাণ হারান ওই মহিলা। মৃত মহিলার নাম আখলিমা বিবি। আখলিমা বিবি এদিন বিকালে রাস্তা পার হতে যায় এবং ঠিক সেই সময় একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তৎক্ষণাৎ মহিলাটির মৃত্যু ঘটে। মহিলার মাথার মগজ বার হয়ে যায়।স্থানীয় বাসিন্দারা লরিটি কে আটক করে এবং ৬০ নাম্বার জাতীয় সড়কের ওপর মৃতদেহটি কে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করে। লরিটি আটক করলেও লরির চালক পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। পরবর্তীকালে নলহাটি থানার পুলিশ এসে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি কে উদ্ধার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।