|
---|
নিজস্ব প্রতিনিধি,তমলুক:আজ দুপুর ১ নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর বকুলতলায় পথদুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে একটি পরিবার ৷ আমাদের প্রতিনিধি শেখ আরেফুল জানান যে , একটি তেল বোঝাই ট্যাঙ্কারের সাথে একটি সাদা ট্যাক্সির মুখোমুখি ধাক্কার মাঝে পড়ে যায় একটি বাইক ৷ বাইক চালক সহ শিশু ও একজন মহিলা ছিল বলে জানা গিয়েছে ৷ তবে শিশুটির অবস্থা তেমন গুরুতর না হলেও বাকি চালক সহ মহিলার অবস্থা খুবই খারাপ ৷ ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌছে যান দাসপুর থানার পুলিশ ৷ খবর সূত্রে জানা গিয়েছে যে আহত ব্যাক্তিদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷