|
---|
মইদুল ইসলাম, বীরভূম –
আবারও বীরভূমে পথ দূর্ঘটনায় আহত হল ৩ জন। প্রথম দূর্ঘটনা টি ঘটে রামপুরহাট থানার তারাপীঠ রোড স্টেশনের কাছে।লরির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হন দুই জন। তাদের কে গুরুতর অবস্থায় রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাম শান্ত দাস ( ৩৪),পথিক মন্ডল (৫০)।তাদের বাড়ি তারাপীঠ রোড স্টেশন।এদিন রামপুরহাট থেকে বাড়ি ফিরছিল তারাপীঠ রোড স্টেশন ঢোকার মুখে ৬০ নং জাতীয় সড়কের উপর দূর্ঘটনা টি ঘটে।ঘটনা স্থলে রামপুরহাট থানার পুলিশ।জানা যায় যে তারা হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন। অপরদিকে বীরভূমের চিনপাই এলাকায় এক স্কুল ছাত্রী সাইকেল করে স্কুল যাবার সময় লরির সামনে পরে। সাইকেল টি চুরমার হয়ে যায়, ছাত্রীটি কিছুটা চোট পেয়ে হাসপাতালে ভর্তি আছে। জেলায় একের পর এক দূর্ঘটনায় প্রশাসন উদ্বীগ্ন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বোলপুরের প্রশাসনিক সভাতেও পুলিশকে দূর্ঘটনা রোধে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন, কিন্তু কিছুতেই দূর্ঘটনা কমছে না।