|
---|
নিজস্ব প্রতিনিধি; হলদিয়া: আজ দুপুর ১২টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সিটি সেন্টার রোড ক্রসিংয়ের কাছে এক কয়লা বোঝাই ডাম্পারের সাথে মোটরবাইক আরোহীর ভয়াবহ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া পৌরসভার দিক থেকে দ্রুত গতিতে আসা,এক ডাম্পার রাস্তা ক্রসিং হওয়া বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় ওই আরোহীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা পথ অবোধ করে গাড়ি ভাংচুর চালায়। পরে ঘটনাস্থল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।