|
---|
নিজস্ব প্রতিনিধি;কাঁথিঃ
আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার মারিশদার দইসাইতে বাস দুর্ঘটনায় প্রায় ২০জন জন যাত্রী আহত হয়েছেন। এছাড়াও গুরুতরভাবে আহত পাঁচজন মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। এমনিতেই দীঘা-নন্দকুমার 116B জাতীয় সড়ক তৈরির কাজ চলছে। এর উপর এই ভয়াবহ দুর্ঘটনার জেরে ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ঘটনার সূত্রপাত, একটি সরকারি বাসকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনবার পালটি খায় ওই যাত্রী বোঝাই বাস। খবর পেয়ে ততক্ষণাৎ ঘটনাস্থানে হাজির হয় পুলিশ। এরপর গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে ১০জনকে প্রাথমিক চিকিৎসার পর ছাড় পেলেও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় এক নাবালকের মাথায় রড ঢুকে যাওয়ার মত ঘটনাও ঘটেছে।