|
---|
মহঃ সফিউল আলম; বীরভূম: সিউড়ি থানার পুরন্দরপুরে গতকাল পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ঘটে৷ বাচ্চাকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় এই দুর্ঘটনা বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ ঘটনার জেরে বেশ কিছুক্ষণ চাঞ্চল্যের সৃষ্টি হয়৷
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, উক্ত দুর্ঘটনায় রিয়া রুজ নামে এক গৃহবধূ ও তাঁর দেওর তন্ময় ওরফে রাজু রুজ প্রাণ হারান৷ তাঁরা বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন৷ তার পূর্বে রাস্তায় এই বিপত্তি৷ অতীতেও ওই জায়গায় ও তার কাছাকাছি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে৷ প্রাণ হারিয়েছেন ও মারাত্মক জখম হয়েছেন কয়েক জন৷ কিন্তু হেলদোল নেই প্রশাসনের৷ ওই রাস্তায় ট্রাফিক ব্যবস্থাও যথাযথ নয়৷ফলে বার বার এই ধরণের অপ্রত্যাশিত ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা৷ এ বিষয়ে তাঁরা জেলা স্তরের প্রশাসনিক কর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন৷ অক্টোবর এই রুটে ডাম্পার, ট্রাক সহ অন্যান্য কিছু গাড়ি অত্যন্ত বেপরোয়া ভাবে চালানো হয় বলে অভিযোগ করেন স্থানীয়দের একাংশ৷
এসব ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণের দাবিতে সোচ্চার হয়েছেন বাসিন্দারা৷ একাধিক দুর্ঘটনার পর প্রশাসন কতটা সক্রিয় হয় সেটাই এখন দেখার৷