|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: রতুয়া বৃহস্পতিবার রাতে ৮১ নম্বর জাতীয় সড়কের অটো-বাইক মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন একজন। ঘটনায় শোকের ছায়া এলাকায়।সামসী গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত চারজনের মধ্যে দুজন মহিলা, একজন যুবক ও একজন কিশোর। মৃত দুই মহিলার নাম তাশলিমা বিবি ৩১ এবং শুকরি বিবি ৪০। মৃত কিশোরের নাম শেখ আসলাম ১২। তাঁদের তিনজনের বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে মৃত যুবকের নাম মোজাম্মেল ২০ তাঁর বাড়ি রতুয়া থানার ভগবানপুর গ্রামে। জখম ব্যক্তির নাম রিজু ২৩। তার বাড়ি ও রতুয়া থানার ভগবানপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি অটোতে করে পান্ডুয়ার মাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
অন্নদিক একটি বাইকে দুজন শ্রীপুরের দিক থেকে সামসী আসছিলেন। ৮১ জাতীয় সড়কের উপর শ্রীপুর এলাকায় অটো-বাইক মুখোমুখি সংঘর্ষ হয়।বাইকটি ছিটকে পড়ে। ও বাইক চালক ঘটনাস্থলেই মারা যান। বাইক আরোহী সংজ্ঞাহীন। হয়ে পরেথাকে এদিকে, যাত্রীসহ অটোটিও পালটি খায়। অটোর দুই যাত্রী তাসলিমা বিবি ও শুকরি বিবি ঘটনাস্থলেই মারা যায়।১২ বছর বয়সী আরেক অটোযাত্রী আসলাম ও মালদা মেডিকেল যাওয়ার পথে মারা যান। ঘটনার পর স্থানীয়রা এসে তাঁদের সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। জখম বাইক আরোহী রিজুর অবস্থা সংকটজনক। তাঁকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনায় বেপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।