|
---|
এস ইসলাম নতুন গতি মুর্শিদাবাদ:
রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার অন্তর্গত কুলি চৌরাস্তা মোড়ে ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃত্যু হল দুইজনের ।সূত্রের খবর, ফরাক্কা হলদিয়া বাদশাহ সড়কের উপরে কুলি ঘোষ হাইস্কুলের কাছে একটি LPG GAS ট্যাংকার এর সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ বাইক হারোহীর। পরে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে বড়ঞা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অসিম ঘোষ (৪২) ও রাজকুমার ঘোষ (২৬)। বাড়ি বড়ঞা থানার ধানঘরা গ্রামে । রবিবার সন্ধ্যায় খড়গ্রাম থানার গয়েশপুর থেকে নবান্ন খেয়ে নিজের বাড়ি বড়ঞা থানার ধানঘড়া গ্ৰামে ফিরছিলেন তখন কুলি ঘোষ হাইস্কুলের কাছে মটর বাইক ও LPG গ্যাস ট্রাঙ্কার মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। বড়ঞাঁ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।