|
---|
মহম্মদ রিপন ,নতুন গতি :
দুমকা-রামপুরহাট রোড সংলগ্ন সিমলুতি গ্রামের কাছে এক বিশাল বড় রোড দুর্ঘটনা। খবর সূত্রে জানা গেছে যে, লড়িটি অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালার কারণে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় দুটো স্কুটিকে মুখোমুখি এসে ধাক্কা মারে। এর ফলে ৪ জন ছাত্র-ছাত্রী নিহত ও ১জন আহত হয়েছে। অভিযুক্ত লড়িটিকে আঁটক করেছে পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়। দিনের পর দিন পথ দুর্ঘটনায় ফলে ক্ষোভ বাড়ছে সাধারন মানুষের মধ্যে।