|
---|
মইদুল ইসলাম, নতুন গতি :
বীরভূমের একের পর এক দূর্ঘটনা ঘটেই চলেছে, আজ রামপুরহাটের মাঝখন্ডে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়, তার ফলে ৫ জন আহত হয়েছে। আহত দের রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার ফলে বাস ও লরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
একের পর এক দূর্ঘটনা ঘটে যাওয়ায় সরকারের Safe Drive, Save Life প্রকল্প প্রশ্নের মুখে।