|
---|
নতুন গতি নিউজ ডেস্ক, মালদা : সাতসকালে পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক ছাত্রের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার যদুপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। ছাত্রের দেহ উদ্ধার করেছে কালিয়াচক থানার পুলিশ৷ আটক করা হয়েছে ঘাতক লরিকে৷ তবে চালক পলাতক৷ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ৷ মৃত ছাত্রের নাম সোহেল শেখ (১৪)৷ বাড়ি কালিয়াচক থানার যদুপুর সংলগ্ন সাতঘরিয়া গ্রামে৷সে স্থানীয় দারিয়াপুর বাইশি হাইমাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত৷ বাবা দানেশ আলি পেশায় শ্রমিক৷ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।