হজরত মহম্মদ সঃ কে অবমাননা, বিশ্বজুড়ে প্রতিবাদ, নুপুর শর্মার গ্রেফতারের দাবিতে ডায়মন্ড হারবার রাজ পথ অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: হজরত মহম্মদ সঃ কে নিয়ে বিজেপির সর্বভারতীয় মুখপত্র নুপুর শর্মার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সরব হয় মুসলিম বিশ্ব। আন্তর্জাতিক স্তরের প্রতিবাদে দেশের মুখ পুড়লেও নিরব মোদি সরকার। শাসকের মদতে সাম্প্রদায়িক বিজেপির দেশজুড়ে মুসলিমদের হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে ও নুপুর শর্মার গ্রেফতারের দাবিতে, ডায়মন্ড হারবার বাসুল ডাঙ্গা অঞ্চলের সকল ইমাম ও মোয়াজ্জনদের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পঞ্চগ্রাম হসপিটাল মোড় থেকে বাসুল ডাঙ্গা রেলগেট হয়ে প্রায় ডায়মন্ড হারবার স্টেশন রোড পর্যন্ত। প্রায় আট কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রতিবাদ মিছিলের পাশাপাশি, ঐ স্থানে রাস্তা অবরোধ করে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। কিছুক্ষণ এর জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়,পুলিশের তৎপরতায় বিক্ষোভ তুলে দিয়ে আবার স্বাভাবিক ভাবেই রাস্তা জান চলাচল শুরু হয়।এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভায় সাধারণ মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে মও: সাইফুল্লাহ বলেন মোদি সরকারের সাম্প্রদায়িক মনোভাব ও হজরত মহম্মদ সঃ কে নিয়ে কেন্দ্রের শাসক দলের মুখপত্রের কুরুচিপূর্ণ মন্তব্যে নিরব ভূমিকা গ্রহণ করে বিদেশের মাটিতে দেশের সন্মান ভূলুণ্ঠিত হচ্ছে। অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরবতা ভেঙে এবিষয়ে বিবৃতি দিন ও নুপুর শর্মাকে গ্রেফতার করুক। নুপুর শর্মাকে যতদিন না গ্রেফতার হবে পরবর্তীতে আরো বড় ধরনের বিক্ষোভ সভা করা হবে বলে জানান। এদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাসুল ডাঙ্গা অঞ্চলের সকল ইমাম ও মোওয়াজ্জেন রা।