|
---|
উত্তরবঙ্গ: রাস্তার মেরামত করার দাবিতে মঙ্গলবার সকালে মাটিগাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা অবরোধ করে স্থানীয় এলাকার বাসিন্দারা। রাস্তার অবস্থা বেহাল হয়ে গেছে, কিন্তু প্রশাসনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রাস্তার বেহাল দশা হবার কারণে ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে। সেই কারণে স্থানীয় এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকালে সংলগ্ন রাস্তা অবরোধ করে।
এরপর স্থানীয় প্রশাসনের কাছে খবর পৌছলে, ঘটনাস্থলে হাজির হয় পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় এলাকার বাসিন্দারা।