|
---|
নতুন গতি: সিকিমের রাস্তা বন্ধ আপাতত তাই পর্যটকদের ঢোকা আপাতত নিষিদ্ধ করা হল সিকিমের প্রশাসনের তরফ থেকে। এদিন প্রশাসনের তরফ থেকে আরো বলা হয়েছে আপাতত বন্ধ রাখা হল সিকিমের জাতীয় সড়ক এবং সিকিমের বর্ডার সীমান্ত।পর্যটকেরা যারা সিকিমে এসে আটকিয়ে পড়েছেন তাদের ফেরাবার সম্পুর্ন দায়িত্ব সিকিম প্রশাসনের।প্রশাসনের তরফ থেকে এও জানানো হয়েছে যেসব পর্যটক দার্জিলিং এ যেতে চান তাদের দার্জিলিং এ যাবার ব্যাবস্থা করা হবে।এদিন সিকিম থেকে প্রায় একহাজার পর্যটককে শিলিগুড়ি পাঠানো হয়,আগামীকাল আরো দুহাজার পর্যটককে শিলিগুড়ি এবং দার্জিলিং এ পাঠানোর ব্যাবস্থা করা হবে।প্রশাসনের তরফ থেকে এও জানানো হয়েছে যদি কেউ অসুস্থ এবং বয়ষ্ক থাকেন তবে তাদের আম্বুলেনসে করে পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে।প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী এক সপ্তাহ পযর্ন্ত সিকিমের জরুরি পরিসেবা ছাড়া সমস্ত কার্যকলাপ বন্ধ থাকবে।ইষ্কুল এবং সরকারি অফিস আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিকিমের প্রশাসন।যেহেতু যাতায়াতের সমস্যা চলছে সেকারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিকিম প্রশাসনের তরফ থেকে।