|
---|
গোলাপগঞ্জ হাসপাতাল যাওয়ার রাস্তা বেহাল অবস্থায়, দূর্ভোগে এলাকাবাসী
নতুন গতি, গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ বাস স্ট্যান্ড থেকে হাসপাতাল মোড় পর্যন্ত বেহাল অবস্থা। বৃষ্টি হলেই চরম আকার ধারন করে জলকাদায় ভাঙ্গা রাস্তা রুপ নিয়েছে পুকুরের। চরম সমস্যা মুখি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। গোলাপগঞ্জ বাস স্ট্যান্ড থেকে হাসপাতাল মোড়ে প্রায় এক কিলোমিটার সমস্যা ভুকছে সাধারণ মানুষ। এই রাস্তা দিয়েই গোলাপগঞ্জ, মহব্বতপুর, শাহবাজপুর, আকন্দবাড়িয়া, এই চারটি অঞ্চলের এক মাত্র যোগাযোগের রাস্তা। এই রাস্তার উপর দিয়ে গোলাপগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিনিয়ত যাওয়া-আসা করেন রোগীদের নিয়ে।বিশেষ করে প্রসূতি মায়েদের সহ অ্যাম্বুলেস এই রাস্তা দিয়ে যাওয়ার ফলে চরম সংকটের মধ্যে পড়তে হয়। প্রতিদিন এ রাস্তা দিয়ে ২০ থেকে ২৫ জন প্রসূতি মা এই রাস্তা দিয়ে হাসপাতালে যায়। তাছাড়া এই রাস্তা দিয়েই গোলাপগঞ্জ হাই স্কুল, গোলাপগঞ্জ ইলেকট্রিক পাওয়ার হাউজ, এবং মেডিসিনের দোকানে যাওয়ার একমাত্র পথ। সেই রাস্তা ভেঙে জল জমে পুকুরে আকার নিয়েছে। স্থানীয়রা বলেন এই রাস্তা বহু দিন থেকে এই ভাবে পরে রয়েছে। ছোট যানবাহনের চলাচলের প্রচুর সমস্যা। এতে ভেস্তে যাচ্ছে হাসপাতাল এবং মহাবত পুর ও
কলিয়াচক ITI COLLEGE এর চলমান গাড়ি ঘোড়া চলার উন্নয়ন কার্যক্রম। তাই জনসাধারণ দ্রুত রাস্তা সংস্কারের দাবী জানান।
বিশিষ্ট সমাজ সেবক বিশ্বনাথ রায় বলেন, গোলাপগঞ্জ এর রাস্তার এত বেহাল অবস্থা আমি আগে কখনো দেখিনি। বিশেষ করে প্রসূতি মহিলাদের চরম সংকটে ও কষ্টে এই জল কাদা ভেঙে হাসপাতলে যায়। সাধারণ মানুষ রাস্তায় বের হলেই রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দেয়। অথচ এই রাস্তা নিয়ে কোন রাজনৈতিক দলের কোনো মাথাব্যথা নেই। শুধু আশ্বাস আর আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।