|
---|
বারাসাত: উপনির্বাচন কে সামনে রেখে বৃহস্পতিবার উঃ চব্বিশ পরগনা জেলার খড়দহ বিধানসভা এলাকার বন্দিপুর অঞ্চলের বলাগড় হাটখোলা মোড়ে তৃনমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান সাংসদ তথা অধ্যাপক মাননীয় শ্রী সৌগত রায় মহাশয়, দলীয় প্রার্থী মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি মাননীয় শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয়, বিধায়ক মাননীয় রফিকার রহমান, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি মাননীয় জনাব কে এম ফারহাদ সাহেব,যুব সভাপতি বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস মাননীয় শ্রী অভিজিৎ নন্দী, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শুকুর আলী পুরকাইত, ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস, চিপ ইলেকশন এজেন্ট সুভাষ চক্রবর্তী, কোঅর্ডিনেটর নওসাদ আলম প্রমুখ ।