|
---|
মালদাঃ মোথাবাড়ি রাজ্য সড়কে রাস্তায় বিক্ষিপ্তভাবে গর্ত তৈরি হয়ে জল জমে রাস্তা বেহালরুপ নিয়েছে । প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা । গুরুত্বপূর্ণ এই রাস্তা কালিয়াচক থেকে মোথাবাড়ি হয়ে সোজা অমৃতি চলে গেছে। মালদা শহর যাতায়াতের সড়ক। কালিয়াচক, সিলামপুর, অচিনতলা সহ বিস্তৃত এলাকার যাতায়াতের রাস্তা। প্রায় 40 হাজারের বেশি মানুষ যাতায়াত করে এছাড়া ও বাস, ট্রাক, ম্যাক্সি, ট্যাক্সি টোটো বহু রকমের যানবাহনের চলাচলে মুখরিত হয়ে থাকে মোথাবাড়ি রুট । স্থানীয় বাসিন্দা টিপু সুলতান, আতিউর রহমান, প্রমুখরা বলেন, বিপজ্জনক হয়ে ওঠেছে মোথাবাড়ি এলাকার রাস্তা। রাস্তাতে জল জমলেই যানবাহনের চাপে রাস্তা উড়ে যাচ্ছে। মুলত গ্রীন মার্কেট, জমি রেজিস্ট্রি অফিস এবং মোথাবাড়ি থানার কাছে রাজ্য সড়কে বড় বড় গর্ত হয়ে মরনফাদ তৈরী হয়েছে। টোটো দুর্ঘটনা দৈনিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই রাস্তায়। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় প্রানহাতে যাতায়াত করছেন যাত্রী থেকে যানবাহন গুলি। অধিকাংশ রাস্তাগুলি ভাঙ্গা। রাস্তার মাঝে বড় বড় গর্ত। বর্ষার জলে যেন পুকুর ন্যায় কোথায় কতখানি গর্ত বোঝা দুরুহ তাই প্রায়দিনই দুর্ঘটনা ঘটতে থাকে রাস্তায়। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করে । শুধু তাই নয়, কালিয়াচক জাতীয় সড়কে কোন দুর্ঘটনা বা অসুবিধা হলে চলাচলের জন্য বিকল্প ও গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে ওঠে মোথাবাড়ি সড়ক। সড়ক রুটে রয়েছে সরকারি অফিস, মোথাবাড়ি হাসপাতাল, হাইস্কুল, একাধিক ব্যাঙ্ক, মাদ্রাসা, মিশন, স্কুল, বিএড কলেজ ,গ্যাসের অফিস ,পেট্রোল পাম্প, ইত্যাদি । রাস্তা মেরামতের জন্য কোন ভ্রূক্ষেপ নেই । এই সড়ক দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা যাতায়াত করেন । কারো কোন মাথাব্যাথা নেই। যদিও এ প্রসঙ্গে পূর্ত দপ্তর (সড়ক) মালদহ জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জগন্নাথ সামন্ত বলেন, রাস্তার সংস্কারে যথেষ্ট সক্রিয় রয়েছে দফতর । ওই রাস্তার কিছু অংশে গর্ত হয়েছে। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি চলায় সংস্কারের কাজে কিছু সমস্যা হচ্ছে। তবে দ্রুত ওই গর্ত বুজিয়ে দেওয়া হবে ।