ঠান্ডায় শিলিগুড়ির রাস্তা জনগণহীন

শিলিগুড়ি: শিলিগুড়িতে বাড়ছে ঠাণ্ডা,গতকালের চাইতে আজ ঠান্ডা আরো বেড়ে যাওয়ায় শিলিগুড়ির রাস্তাঘাট একেবারেই ফাকা আজ সকাল থেকেই।এমনিতেই করোনা আবহে মানুষের দেখা একেবারেই নেই বললেই চলে.তার উপরে প্রচণ্ড ঠাণ্ডায় একেবারেই জুবুথুবু অবস্থা মানুষের।শিলিগুড়িতে আজ সকালের তাপমাত্রা দশ ডিগ্রীর নীচেই নেমে যায় ,তার উপরে ঠাণ্ডা হাওয়ায় একেবারেই কাবু হয়ে পড়েন শিলিগুড়ির সাধারন মানুষ।শিলিগুড়ির অনেক জায়গাতেই মানুষকে আগুন তাপাতে দেখা যায় সকালেই প্রচণ্ড ঠাণ্ডা এবং ঘন কুয়াশায় গাড়ি ঘোড়া একেবারেই কম চলছিল সকাল থেকেই।এর উপরে পুরসভা ভোট কাছে এসে পড়ায় প্রায় থেমে গেছে শিলিগুড়ির যান এবং মানুষের চলাচল।

    আবহওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এই ঠাণ্ডা আগামী দশ বারো তারিখ পযর্ন্ত শিলিগুড়িতে থাকবে।এর ফলে আরো কয়েকটা দিন মানুষকে ঘরেই থাকতে হবে বলে মনে করছেন সবাই।প্রচন্ড ঠান্ডা এবং কনকনে হাওয়ায় অনেকটাই কাবু হয়ে পড়েছেন শিলিগুড়ির মানুষ।অবশ্য এর মধ্যে অনেকেই গাড়ি নিয়ে বাইরে বেড়াতে চলে গেছেন।সবমিলিয়ে ভোটের আবহে প্রচণ্ড ঠাণ্ডায় শিলিগুড়ির মানুষ যে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে তা বুঝে গেছেন সবাই।