|
---|
নিজস্ব সংবাদদাতা : মালদার চাঁচলের শান্তি মোড় এলাকায় ই-কমার্স সংস্থায় ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ১১ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠল।সিসি ক্যামেরায় ধরা পড়েছে লুঠপাটের ছবি। গতকাল রাতে অফিসে ছিলেন ওই ই-কমার্স সংস্থার দুই কর্মী। তাঁদের অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ ২টি বাইকে চড়ে ৪ জন দুষ্কৃতী অফিসে হানা দেয়।সূত্রের খবর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট চালিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে চাঁচল থানার পুলিশ। কিন্তু এভাবে ফ্লিপকার্টের মতো এত বড় ই-কমার্স কোম্পানিতে ডাকাতির ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে