রোদ্দুর শারদীয়া সংখ্যার মোড়ক উন্মোচন

নিজস্ব সংবাদদাতা : রামপুরহাট গুরুকুল কলেজ অডিটোরিয়ামে (শীততাপ নিয়ন্ত্রিত) রোদ্দুর শারদীয়া সংখ্যার মোড়ক উন্মোচন করেন ওই কলেজের মহাপরিচালক আতাউর রহমান। নির্ধারিত সময়ে কাঁটায় কাঁটায় ঠিক সোয়া দশটায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সভার শুরু হয়। অতিথি বরণের পর স্বাগত বক্তব্য রাখেন রোদ্দুর সম্পাদক মিহির পাল। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তমালি ব্যানার্জি। কথা কবিতা গান অণুগল্প পাঠে অনুষ্ঠান জমে ক্ষীর। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য রোকেয়া সম্মান দেয়া হয় জাহানারা রহমান,লাইলুন নাহার, ফিরোজা বেগম। কাজী নজরুল ও বিদ্যাসাগর সম্মান প্রদান করা হয় বীরভূম প্রান্তিক পত্রিকার সম্পাদক সুনীল সাগর দত্ত,সৃজনী সাহিত্য পত্রিকার ডঃ নীল মাধব নাগ, ডঃ তৈমুর খান, ডঃ চৈতন্য বিশ্বাস প্রমুখ। রোদ্দুর আয়োজিত ছড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন আমাদের সাইফুল ইসলাম ভাই। তাঁকেও পুরস্কৃত করা হয়।

    শতাধিক কবি সাহিত্যিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কবি অর্পিতা কামিল্যা,নোওরাজা বেগম,গুরু শরণ ব্যানার্জি, ফজলে এলাহি,জেসমিন খাতুন, মৃন্ময় মজুমদার,এম মতিন, নাসির ওয়াদেন,অণুগল্পকার মতিয়ার রহমান , ঝর্ণা দত্ত প্রমুখ।
    “Long Live রোদ্দুর “ধ্বনি সহ রোদ্দুর সাহিত্য পত্রিকার পঁচিশ তম জন্ম দিনের কেক কেটে জন্মদিন পালন করলেন আহেলি সাহিত্য পত্রিকার সম্পাদক গুরু শরণ ব্যানার্জি এবং সহ সম্পাদক বলরাম চ্যাটার্জি।
    সভায় সভাপতিত্ব করেন রাজেন সাহু। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহ সম্পাদক কবি সুসংগঠক অমূল্য রতন মাল।
    উপস্থিত সকলের জন্য পরিশ্রুত পানীয় জল চা বিস্কুট ও দুপুরের খাবার ব্যবস্থা রেখেছিলেন গুরুকুল কর্তা আতিউর রহমান। শেষ পাতে চাটনি চাটতে কবিতার ঘ্রাণ আর গুরুকুল কলেজের অপার সৌন্দর্যের হাতছানি! আহা! আবার আসিব ফিরে —
    ২৯.০৯.২০২৪
    ১২ ই আশ্বিন ১৪৩১
    ছবি ঋণ স্বীকার: সাইফুল ইসলাম
    জেসমিন