|
---|
নতুন গতি: ফরাসি ওপেনে কাঁপাচ্ছেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। যদিও ফরাসি ওপেনে দ্বিতীয় রাউন্ডে মিক্সড ডবলস ইভেন্টে হেরে যান তিনি। তবে মিডিলকুপকে নিয়ে অসাধারণ পারফরম্যান্স করছেন তিনি ফরাসি ওপেনে। প্রথম ভারতীয় হিসাবে ডাবলসের সেমিফাইনালে পৌঁছেছে রোহন বোপান্না, বর্তমানে তার বয়স 42 চলছে, এই বয়সেও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি।
কোয়াটার ফাইনাল ম্যাচের ফিনল্যান্ডের জুটিকে হারিয়ে যায় ইন্দ ডাচ জুটি, অবধারিত হাড়ের মুখ থেকে ঘুরে দুর্দান্ত পারফরম্যান্স করেন তারা। এখন ফরাসি ওপেনের সেমি ফাইনালের ফলাফল কি হয় সেই বিষয়ের উপর নজর রাখছে ভারতীয় টেনিস প্রেমীরা।