রহড়া গভ: ছাত্রবৃন্দ সংঘ আয়োজিত বিদ্যাসাগর স্মরন অনুষ্ঠান।

লুতুব আলি : খড়দহের রহড়া গভ: ছাত্রবৃন্দ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো বিদ্যাসাগর স্মরণ সন্ধ্যা। এক মহান ব্যক্তির জন্মদিন কে স্মরণ করতে হাজির হয়েছিলেন এক ঝাঁক মহান ব্যক্তিত্বদের উত্তরসুরিরা। পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালনে হাজির হয়েছিলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উত্তরসূরী অমিতাভ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজা রামমোহন রায়ের উত্তরসূরী ড: রজত মোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরী জয়দীপ চট্টোপাধ্যায়, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী পরাশর বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলামের উত্তরসূরি সোনালী কাজী প্রমুখ। ছাত্রসংঘের সভাপতি প্রধান আয়োজক দেবজিত চক্রবর্তী সকল অতিথিবৃন্দদের স্বাগত জানান। শ্রদ্ধায় স্মরণে চিরকালের শ্রেষ্ঠ হোক বাঙালি সমাজ সংস্কারক বিদ্যাসাগরের বিভিন্ন দিকগুলি নিয়ে মনন শীল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মহান ব্যক্তিত্বদের যে সমস্ত উত্তরসূরিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা সকলেই গুণী। সাহিত্যে, গীতিকার হিসেবে, সংগীতশিল্পী হিসেবে সকলেই তাঁরা সুপরিচিত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক বঙ্কিম পুরস্কার প্রাপক সাধন চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম কুন্ডু, বিশিষ্ট চিকিৎসক ডাঃ কোহিনুর কাজী। উল্লেখ্য অনুষ্ঠানে বিদ্যাসাগর মহাশয় এর বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপারে বিভিন্ন দিকগুলি নিয়ে আলোকপাত করেন ডা: কোহিনুর কাজী। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন সোনালী কাজী, কল্লোল কাজী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠান ও নৃতা অনুষ্ঠান পরিবেশিত হয়।