|
---|
রেজিনা খাতুন, সাগরদিঘী : বন্ধুর জন্মদিনে বন্ধুকে না জানিয়ে দুঃস্থ মানুষদের হাতে বিরিয়ানির প্যাকেট ও জলের বোতল তুলে দিল সাগরদিঘীর সমাজসেবক সঞ্জীব দাস। বৃহস্পতিবার ছিল সবুজ বার্তার সম্পাদক রাহমাতুল্লার ২৫ তম জন্মদিন। প্রতিবছরের ন্যায় এ বছরও বন্ধুর জন্মদিনে দুঃস্থদের পাশে দাঁড়ালো সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস।
জন্মদিনটি রমজান মাসে পড়ার ফলে দিনে কোন কর্মসূচি নেওয়া হয়নি, তাই রোজা ইফতারের পরে সন্ধ্যা বেলায় সাগরদিঘী রাস্তার ধারে এবং রেল স্টেশন চত্বরে থাকা দুস্থ মানুষদের হাতে খাবার তুলে দেয় সঞ্জীব ও তার সদস্যরা।
সঞ্জীব দাস জানান রহমতুল্লার জন্মদিনে প্রতিবছরই আমরা কিছু না কিছু কর্মসূচি করে থাকি। কিন্তু এবছর তাকে না জানিয়েই এই কর্মসূচি নিয়েছি। সঞ্জীবের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রহমতুল্লাহ।