|
---|
বিশ্বদীপঃ দক্ষিন দিনাজপুর-১৯৯৩ তে শুরু বালুরঘাটের ডেকোরেটার ভাই এর হাত ধরে শুরু হয়েছিলো বালুরঘাট এক্সপো মেলা। পায়ে পায়ে সেই মেলা ১৯ শে ডিসেম্বর ২৫ বছরে পদার্পন করল। আজ এক বর্নাঢ্য উদ্বোধনীর মাধ্যমে এই অনুষ্ঠানের আজ শুভ সুচনা হল। এই শুভসুচনায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, প্রাক্তন পুর্ত মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, বালুরঘাট কোর্টের পাবলিক প্রসিকিউটার সুভাষ চাকি প্রমুখ্য বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। এই মেলায় রকমারি জিনিসের সাথে সাথে সরকারি বিভিন্ন দপ্তরের দোকানও লক্ষ্য করা যায়। পঁচিশ বছরের এই মেলায় নচিকেতা, ঋতুপর্না,সহ বিভিন্ন বিশিষ্ঠ জনেরা বিভিন্ন দিনে দর্শকদেররঞ্জন করবে বলে জানা গেছে। এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র কে প্রশ্ন করলে তিনি জানান বালুরঘাট এক্সপো মেলা নিসন্দেহে একটি রেকর্ড সৃষ্ঠি করে চলেছে। একমাস ধরে চলা এই মেলায় জেলার ক্ষুদ্র শিল্পের প্রচার ও প্রসার উদ্দেশে চলা এই মেলা উপলক্ষ্যে মানুষে উপস্থিত ছিল চোখে পড়ার মত।