মেয়াদ অল্প হলেও দেশের স্বাধীনতার জন্য অবদান কম না তাম্রলিপ্ত জাতীয় সরকারের

নতুন গতি নিউজ ডেস্ক: স্বাধীনতা থেকে প্রজাতন্ত্র দিবস, গান্ধীজি থেকে নেতাজি, দেশের স্বাধীনতার সাথে যুক্ত এরম জনপ্রিয় তথ্য আমাদের সবার কাছেই জানা। যদিও আজ প্রজাতন্ত্র দিবস। এই দিবসের সাথে যুক্ত আছে এমন অনেককিছু যা হয়তো আমরা অনেকেই জানিনা।

    আমরা স্বাধীনতার সাথে যুক্ত থাকার সরকার বলতে সেই সময়ের জনপ্রিয় কংগ্রেস সরকারকে বুঝি। কিন্তু আপনাদের কি জানা আছে ভারতবর্ষের প্রথম প্রজাতন্ত্র স্বাধীন সরকার কি? কোথায় হয়েছিল স্থাপিত?

    ভারতবর্ষের মাটিতে প্রথম প্রজাতন্ত্র স্বাধীন সরকার স্থাপিত হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহাকুমায়। নাম তাম্রলিপ্ত জাতীয় সরকার। কেন বলা হচ্ছে প্রজাতন্ত্র? ‘প্রজাতন্ত্র’ শব্দের অর্থ জনগণের সরকার। এবং সেই পরিস্থিতে দাঁড়িয়ে এই সরকারই ছিলো জনগণের পাশে দাঁড়ানো সরকার।

    ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর আগস্ট আন্দোলনের পটভূমিকায় এই সরকার প্রতিষ্ঠিত হয়। মেয়াদ ছিলো প্রায় দু’বছর, কিন্তু তাদের অবদান ছিলো উল্লেখযোগ্য। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বপ্রথম সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। গান্ধিজীর নির্দেশে এক সেপ্টেম্বর ১৯৪৪ সালে কংগ্রেস নেতারা তাম্রলিপ্ত জাতীয় সরকার ভেঙে দেয়।