|
---|
আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলা জমিয়তের অন্যতম শাখা সংগঠন রোল শাখার উদ্যোগ ও ব্যবস্থাপনায় রোল পূর্ব পাড়ার মসজিদ সন্নিকটস্থ নব নির্মিত লজে ১৮ মার্চ অনুষ্ঠিত হলো প্রথম বার্ষিক সভা। বাঁকুড়া জেলা জমিয়তের সম্পাদক হাফিজ আকিল আহমাদ, সভাপতি মোজাহারুল ইসলাম ও কোষাধ্যক্ষ সেখ সামসুজ্জোহা এবং সহ সভাপতি প্রাক্তন ক্যাপ্টেন মাওলানা মুহাম্মাদ সামসুদ্দিন ইউনুস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন আই টি সেলের শাকিল আক্তার, জামিলুর রহমান, হারুন অল রশিদ ও এলিয়ট আহম্মেদ প্রমুখ। রোল শাখার অন্যতম সদস্য ও ব্লক ইমাম পরিষদের সম্পাদক মাওলানা মুহাম্মদ হানিফ, ইন্দাস ব্লকের সম্পাদক মুহাম্মাদ নুরুল ইসলাম,ইমাম পরিষদ ও ব্লক জমিয়তের সভাপতি কাজী শাহাবুদ্দিন,মসজিদের ইমাম মুফতি সেখ ইউসুফ এবং সোনামুখী ব্লক জমিয়তের সভাপতি ও ইমাম পরিষদের সম্পাদক মাওলানা রেজাউল সাহেব এবং
বেরুগ্রাম শাখা জমিয়তের সভাপতি ও উখরিদ মাদ্রাসার শিক্ষক ও সম্পাদক মাওলানা এহ্সান সাহেব।গ্রামীণ হোমিও ডাক্তার নিয়ামত অলি মণ্ডল রোল শাখার সম্পাদক ও জেলা জমিয়তের সহ-সম্পাদক।সভার সঞ্চালক ছিলেন করেন রোল শাখার সভাপতি আব্দুস শুকুর। সংগঠনের সদস্য ও জমিয়তের কর্মীগণ ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ মানুষ। শাখা জমিয়তের এই প্রথম বার্ষিক সভার বিষয়ে জানতে চাইলে উদ্যোক্তাগণ জানান যে, জমিয়তের ইতিহাস ও ঐতিহ্য প্রসঙ্গে সচেতন করার লক্ষ্যেই এই সভা। উল্লেখ্য যে, সেখ গোলাম আলি ( মুফতি সেখ ইউসুফ এর পিতা),এক প্রবীণ জমিয়তের জেলার সক্রিয় কর্মীকে উপেক্ষা করার জন্য বেশ কিছু মানুষ ক্ষোভের সাথে দুঃখ প্রকাশ করেন।