|
---|
নিজস্ব সংবাদদাতা :উত্তর-পূর্ব ভারতে এমন একটি অংশ রয়েছে যা পর্যটকদের কাছে স্বর্গ এর মত। শুধু দেশের পর্যটক নয় বিদেশ থেকেও প্রচুর পর্যটক সিকিমে বেড়াতে এসে থাকেন। ফেব্রুয়ারির মাসের শেষ থেকে মে মাস পর্যন্ত সিকিম ভ্রমণের সেরা সময়। হাজার হাজার পর্যটক প্রতি বছর সিকিম ভ্রমণে এসে থাকেন। সিকিম ভ্রমণ মানেই উত্তর সিকিম আমরা জেনে থাকি। তবে পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট রাজ্যটিতে একাধিক অফ বিট জায়গা রয়েছে যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বলে পরিচিত। সিকিমের রংপো ক্রমে ক্রমে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে রয়েছে একাধিক দর্শনীয় জায়গা যা পর্যটকদের নজর করে। উল্লেখ্য ভিউ পয়েন্ট, পাহাড়ের কোলে অবস্থিত এই ভিউ পয়েন্ট। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে দুর্দান্ত লাগে। এছাড়া দেখা যায় হিমালয় পর্বতমালা। পর্যটকদের ছাড়াও স্থানীয় লোকেদের কাছে এই ভিউ পয়েন্ট যথেষ্ট আকর্ষণীয়। রংপো ট্রাকিং করার উত্তম জায়গা, যারা ট্র্যাকিং করতে ভালোবাসেন তাদের কাছে আকর্ষণীয় স্থান। এখানকার প্রাকৃতিক পরিবেশ সুন্দর বলে ফটোগ্রাফির ক্ষেত্রেও দুর্দান্ত । পর্যটক মহল এই স্থানে এসে ফটো তুলতে খুব ভালবাসেন। এছাড়াও রয়েছে একাধিক মনোমুগ্ধকর স্থান। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে ট্যাক্সি কিংবা বুক করে চলে যাওয়া যায় , এছাড়া দার্জিলিং থেকেও যাওয়া যায়। নিকটতম বিমানবন্দর বাগডোগরা, বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যাওয়া যায় রংপো।