জনসাধারণের যাতায়াতের মাধ্যমকে বন্ধ করার এক অভিনব কৌশল: রাস্তা না কি বাড়ির উঠান?

নতুন গতি ডেস্ক, বোদরা; ঝা চকচকে রাস্তা,বহু গাড়ির আনাগোনা।অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল ছাত্র,লরী থেকে সুরু করে সাইকেল এমনকি গ্রামের  যাতায়াতের একমাত্র সম্বল দক্ষিণ ২৪ পরগনা জেলার বোদরা দেউলিয়ার এই রোড। বরাবরই দেখা যায় রাস্তায় বালি, পাথর, ইট রেখে দেওয়া হয়। কিন্তু তাতে কারও নেই মাথা ব্যাথা, অবাধে চলছে রাস্তা জুরে পাথর রাখা। 

    এই বোদরা দেউলি রোডে, যেখানে এসব রাস্তার ধারে বালি, পাথর রাখার বাড়বাড়ন্ত দিনের পর দিন বেড়ে যাওয়ায় যাতায়াতের পথ প্রায় বন্দের মুখে। কিছু প্রভাবশালী ব্যক্তির এইসব কার্যকলাপ অবশ্যই নিন্দনীয়। ফলত প্রতি মুহূর্তে বেড়ে চলেছে দুর্ঘটনা হওয়ার সম্ভবনা।