রোটারী ক্লাব গার্ডেনরিচ ও সি আই ডি পি এর যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ

বাইজিদ মণ্ডল,ডায়মন্ড হারবার : কলকাতা রোটারি ক্লাব গারদেরিচ এবং সি আই ডি পি এর যৌথ উদ্যোগে দেরিয়া হাই স্কুলে স্বাস্থ্য শিবিরের পাশাপাশি সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে উপস্তিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি ডা: বিশ্বজিৎ সাহা, সি আই ডি পি সভাপতি যৌপদিপ বোস, সি আই ডি পি সম্পাদক শুভেন্দু বোস,ইনার হুইল ক্লাবের সভাপতি মিনা ঝাঁ,এছাড়াও উপস্তিত ছিলেন মেডিসিন,হার্ট ও গাইনোলোজিস্ট সহ আরও অন্যান্য বিশিষ্ঠ ডাক্তার বাবুরা। এখানে রেয়ান্ডাম সুগার টেস্ট,প্রেসার চেকআপ, ই,সি,জি পরীক্ষা সহ এলাকার অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র, মশারী ও স্কুল ছাত্র ছাত্রীদের মধ্যে বই খাতা সহ স্কুল সরঞ্জাম বিতরণ করা হয়। এই নিয়ে রোটারী ক্লাবের সভাপতি ডাঃ বিশ্বজিৎ সাহা তিনি জানান আমরা প্রান্তিক ইলাকার প্রত্যন্ত গ্রামের অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে শীতের সময় শীত বস্ত্র ও ধর্মীয় অনুষ্ঠানে তাদের মধ্যে নতুন পোশাক দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। পাশাপাশি এদিন কলকাতা থেকে অভিজ্ঞ ৮ জন ডাক্তার দের নিয়ে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা র সঙ্গে তাদের কে প্রত্যেকের হাতে ওষুধও তুলে দেওয়া হয়। এবং পরবর্তীতে এই গ্রামের দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। ডা: মিনা ঝাঁ তিনি জানান এলাকার দুঃস্থ মহিলাদের মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা র সাথে তাদের সু পরামর্শ দেন। সি আই ডি পি এর সম্পাদক শুভেন্দু বোস তিনি জানান এলাকায় এমন দুঃস্থ মানুষ আছে তারা অর্থের অভাবে ঠিক মত ডাক্তার দেখতে পারে নাই,তাদের সুবিধার্তে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর পাশাপাশি শীত বস্ত্র, মশারী,জুতো,ও স্কুল সামগ্রী বিতরণ করা হয়। এতে খুশি এলাকার বহু মানুষ।