|
---|
নিজস্ব প্রতিবেদক, নদীয়া:পচা গন্ধ জল দেওয়ার অভিযোগ হাতিশালা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে পঞ্চায়েত থেকে সরবরাহ করা পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি,পচা গন্ধ যুক্ত জল বেরোনোয় চরম সংকটে চাপড়া ব্লকের হাতিশালা দু’নম্বর পঞ্চায়েতের হাঁটরা গ্রামের বাসিন্দারা। করোনা আবহাওয়ার মধ্যে জল কিনে খেতে হচ্ছে এলাকার সাধারন নাগরিকদের পাশের তালুহুদা পঞ্চায়েত লক্ষ্মী গাছা কয়েক কিলোমিটার দুর থেকে জল নিয়ে আনতে হচ্ছে। ফলে করোনা মহামারীর মধ্যে চরম সংকটে পড়েছে হাঁটরা গ্রামবাসী।
চাপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মদক্ষ ফজলুর রহমান অভিযোগ অনেকদিন ধরেই ওই এলাকায় পাইপ লাইনের মাধ্যমে আসা পানীয় জলে পচা গন্ধ বেরোচ্ছে আর এই গন্ধের কারণে জল একদমই খাওয়া যাচ্ছে না, এমন সমস্যা হলে পঞ্চায়েত কে বারবার জানিয়েও কাজ হয়নি। যদিও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে , হাতিশালা দুই নম্বর এলাকার শিবির থেকে মাটির নিচের জল তুলে পাইপ লাইনের মাধ্যমে সেই জল সরবরাহ করা হয় ওই এলাকায়। এই বিষয়ে প্রধান তহমিনা মল্লিক বলেছেন ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। স্থানীয়দের অভিযোগ কৃষ্ণনগর টু করিমপুর রাস্তার রাজ্য সড়কের শিবের পারহাউজ কাছে নয়ানজুলিতে থেকে পাইপ ফেটে গিয়েছে ফলে সেখান থেকেই জলে দুর্গন্ধ বের হচ্ছে বলে মনে করেন তিনি। এবং বলেন সেটা সারাই করে দেওয়া হয়েছে, আশা করি কোন সমস্যা হবে না। টাইম কল দিয়ে পাচা দুর্গন্ধ জল আসা নিয়ে করোনা মহামারী মধ্যে দুর্গন্ধ পচা জল এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।