|
---|
নিজস্ব সংবাদাতাঃ মোতাবাবড়ি: শনিবার কালিয়াচক-২ ব্লকের বাঙিটোলা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত রৌফিয়া শিশু অঙ্গনে এক মনোজ্ঞ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। রাজ্যের বেসরকারী বিদ্যালয়গুলির মধ্যে অনুষ্ঠিত.বৃত্তি প্রতিযোগিতায় ২০ জনের মধ্যে এই বিদ্যালয়ের ১১ জন পাশ করে নজর কেড়েছে। এছাড়া আজমাল ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় ১৪ জন পাশ করেছে। এদিন বিদ্যালয়ের অন্যান্যদের কৃতি সহ মোট ৫০ জন কৃতিকে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন স্কুল কর্তৃপক্ষ। স্বাগত ভাষনে স্কুলের প্রতিষ্ঠাতা- সম্পাদক বলেন, এই বিদ্যালয়ে শিশু থেকে ৬ষ্ঠ শ্রেনী অবধি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে।এলাকার বহু গরীব ও দুস্থ পরিবারের অনেকে এখানে পড়ছে। সন্তান সন্ততিরা টাকার অভাবে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেদিকেও নজর দেওয়া হয় আমাদের তরফে। গঙ্গার ভাঙনকবলিত এলাকার ছাত্রছাত্রীদের মেধা শক্তির বিকাশ ঘটানো ও সকলের মধ্যে শিক্ষার উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০০৪ সালে চালু হয় এই প্রতিষ্ঠান। মাত্র কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে পথ চলা শুরু করলেও বর্তমানে ছাত্রছাত্রী দাড়িয়েছে ৭৫০ জন । এদিনকে খুব গর্বের দিন বলেন নজরুল সাহেব কারন বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো ফল করেছে এই স্কুল। পুথিগত বিদ্যার পাশাপাশি কচিকাচাদের মধ্যে শৃঙ্খলাপরায়ন, মুল্যবোধ ও মানবতাও অন্যান্য গুনগুলি অর্জন করে সেইশিক্ষাও দেওয়া হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী এনামুল হক। কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এছাড়া রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি , কবিতাপাঠ, হাস্যকৌতুক নানা পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সমাজসেবীও শিক্ষক রেজাউল করিম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙীটোলা হাসপাতালের বিএমওএইচ ডা: কৌশিক মিস্ত্রি।তিনি স্কুলের শিক্ষার অগ্রগতিতে স্কুলের ভূয়শী প্রশংশা করেন। বাঙিটোলার প্রধান সানতারা খাতুন, শিক্ষক ইদ্রিশ আলি, সত্যজিৎ মিশ্র, প্রধান শিক্ষক সাকিল আহমেদ , মোথাবাড়ি বিধানসভার তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক হাফেজ নজরুল ইসলাম সহ প্রায় ৫০০ অভিভাবক- অভিভাবিকা, শিক্ষানুরাগী সহ অন্যান্যরা অনেকে উপস্থিত ছিলেন।