|
---|
২৪ পরগনা: বাঙালি পর্যটকদের ডেস্টিনেশন এর মধ্যে অন্যতম সুন্দরবন। এবার সেই সুন্দরবনে দেখা পাওয়া গেল রয়েলবেঙ্গল টাইগারের। অনেকক্ষণ নদীর মধ্যে ঘোরাফেরা করে তারপরে জঙ্গলে চলে যায় সে। স্বাভাবিকভাবে এ দৃশ্য দেখে দারুণ উচ্ছ্বসিত হয়ে পড়েন পর্যটকরা।
করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সেই কারণে অনেকেই সুন্দরবনে ঘুরতে যাচ্ছেন। রবিবার সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প জঙ্গলের কাছে দেখা মিলল রয়েলবেঙ্গল টাইগারের। বেশ কিছুক্ষণ নদীর মধ্যে ঘোরাঘুরি করে তারপর সে জঙ্গলে চলে যায়। প্রায় এক ঘণ্টা সময় নেয় সে নদী পারাপার করতে। এদিন এই দৃশ্য দেখে উচ্ছ্বাসিত পর্যটকদের লঞ্চ গুলি নিরাপদ দুরত্বে গিয়ে রয়েলবেঙ্গল টাইগার এর কার্যকলাপ উপলব্ধি করে।