RCB vs LSG আইপিএল ২০২২ – অধিনায়ক ফাফ ও জোশ এর “জোশ” এ নবাবদের হারাল ব্যাঙ্গালুরু

আর্যতীর্থ গাঙ্গুলি, কলকাতা: গতকাল রাত এ নবাবদের মুখোমুখি হলো বিরাট বাহিনী। ডি ওয়াই প্যাটেল স্টেডিয়াম মুম্বাই তে আয়োজিত হয়েছিল এই ম্যাচ। পিচ ও মাঠে সেভাবে প্রভাব ফেলেনি শিশির কিন্তু উইকেট নিতান্তই স্লো ছিল,জার ফলে দুটো দলের পক্ষেই খুব একটা সহজ ছিলনা রান বানানো। সর্বপ্রথম টস এ জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লখনউ এর নবাবরা।

    বাট হাতে নামলেন অধিনায়ক ফাফ ও যুব তারকা অনুজ রাওয়াত। ভাঙতে শুরু করে তাস এর ঘর। প্রথম দু ওভারেই দুশমন্ত চামীরা ফেলে দিল দুটি মূল্যবান উইকেট। আবারও ফ্লপ শো বিরাট কোহলি র , ফেরত যান ০(১) এ। মাক্সওয়েল ও শাহবাজ আহমেদ কিছুটা হোলেও সামলালো মিডল অর্ডার কে। অধিনায়ক এর ঝড় তোলা ৯৬(৬৪) ও দীনেশ কার্তিক এর ছোট্ট ১৩(৮)* এর যোগদান এর দাপট এ ২০ ওভার এ ১৮১/৬ তে নিজেদের ইনিংস শেষ করলো ব্যাঙ্গালুরু । লখনউ এর হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জ্যাসন হোল্ডার ও দুষ্মন্ত চামিরা।

    অপর প্রান্তে লখনউ এর শুরু হলো ফ্লপ শো। অধিনায়ক কে এল রাহুল ৩০(২৪) ও মিডল অর্ডার এ ক্রুনাল পান্ডিয়া ৪২(২৮) এর সাহায্যে শেষ অবদি বাঁচিয়ে রেখেছিলেন জয়ের শেষ আশা। কিন্তু জোশ এর “জোশ” এ একেবারে অসহায় ছিলেন নবাবেরা। জোশ হজলউড এর অসাধারণ ৪-২৩-৪ এর একটি স্পেল ঘুরিয়ে দিলো খেলার মোড়। লখনউ কে মাত্র ১৬৩/৮ রানে আটকে কেবল মাত্র ১৩ রান এ জয়ী হলো ব্যাঙ্গালুরু।

    বজায় রাখলো পয়েন্টস টেবল এ নিজেদের দ্বিতীয় স্থান ও লখনউ এখন চতুর্থ স্থান এ অবস্থিত। খারাপ নিশ্চই লাগছে অধিনায়ক ফ্যাফ এর জন্য কিঞ্চিৎ একটি শতরান ফসকে গেলো ওনার ঝুলি থেকে তাও কেবল মাত্র ৪ টি রান এর জন্য। চিন্তার বিষয় বিরাট কোহলি র সমালোচনামূলক ফর্ম ও পারফরম্যান্স। বিশ্বকাপের আগে বিরাট কে সতর্ক হতেই হবে। কিন্তু বেশ ভালো লাগলো দীর্ঘদিন পর জোশ হজলউড কে দারুন গতির ছন্দে দেখে।