অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন এলপিজি গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকির কথা ঘোষণা করলেন

নিজস্ব সংবাদদাতা: দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল আমজনতাকে। এই বিষয় নিয়ে বিরোধী দলসহ বিভিন্ন মহল থেকে কেন্দ্রের উদাসীনতা নিয়ে প্রশ্ন করা হয়।

    অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন এলপিজি গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকির কথা ঘোষণা করলেন। শুধু তাই নয় পেট্রোল লিটার প্রতি ৮ টাকা এক্সাইজ ডিউটি এবং ডিজেল লিটার প্রতি ৬ টাকা এক্সাইজ ডিউটি ছাড় দেওয়া হয়েছে। কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আমজনতারা। এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমে ৮০০ টাকার গণ্ডিতে পৌঁছেছে। সম্প্রতি রাজধানী দিল্লিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১০০৩ টাকা, এবং মহানগরীতে দাম ছিল ১০২৯ টাকা।