|
---|
পুরুলিয়া: তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তে, সাড়ে ২১ ঘণ্টা ধরে জেরার পর সত্যবান প্রামানিক নামের এক তৃণমূল নেতাকে গ্রেফতার করলো সিবিআই।
জানা গেছে, সত্যবান প্রামানিকের আদি বাড়ি ঝালদার হেঁসাহাতু গ্রামে ও বর্তমানে ঝালদা শহরের হাটতলার বাসিন্দা তিনি। সেখানে একটা ধাবাও রয়েছে তার। এর পাশেই নরেন কান্দুর একটা হোটেল। তিনি নরেনের ছায়াসঙ্গী হিসাবে এলাকায় পরিচিত।