শাসক দলের প্রধানের বিরুদ্ধে আস্থা ভোটে অপসারণ করলেন শাসকদলেই

বামনগোলা, ০৮ নভেম্বর: শাসক দলের প্রধানের বিরুদ্ধে অনস্থা ডেকে আস্থা ভোটে অপসারণ করলেন শাসকদলেই। এদিন মালদহের বামনগোলা ব্লকের মদনাবতি গ্রাম পঞ্চায়েত শাসক দলের প্রধান রঞ্জিতা হালদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অপসারণ করলেন ওই পঞ্চায়েতের বাকি সদস্যরা। এদিন পুলিশের কড়া নিরাপত্তায় ওই পঞ্চায়েতে আস্থা ভোট সম্পূর্ণ হয়। যদিও এদিন আস্থা ভোটে সামিল হন নি প্রধান রঞ্জিতা হালদার।

    পঞ্চায়েত ও দলীয় সূত্রে জানা যায়, বামনগোলার মদনাবতি গ্রামপঞ্চায়েতের মোট আসন সংখ্যা হলো ১৯টি। ১৯টি আসনেই তৃণমূলের দখলে থাকে। প্রধান হন রঞ্জিতা হালদার। কিন্তু ওই পঞ্চায়েতের বাকি সদস্যরা প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আস্থা হারিয়ে আনস্থা ডাকেন। এদিন ছিলো আস্থা ভোট বামনগোলা ব্লকের বিডিও রাজু কুন্ডুর উপস্থিতিতে ভোটা ভুটি শুরু হয় । ১৯টি আসনের মধ্যে ১৬টি ভোট প্রধানের বিরুদ্ধে চলে যাওয়ায় ওই প্রধান রঞ্জিতা হালদারকে অপসারণ করা হয় এদিন। তবে নতুন প্রধানের দায়িত্ব কে পাবেন তা নিয়ে এদিন কিছু জানা যায় নি।