৪৯৯ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম “রুমানা সুলতানা, সাম্প্রদায়িক ভাবে রেজাল্ট প্রকাশ করাই শিক্ষা পরিষদের উপর ক্ষোভ প্রকাশ সোস্যাল মিডিয়ায়

নতুন গতি, ওয়েব ডেস্ক : ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করল রুমানা সুলতানা । আজকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই খবর জানানো হয়। রুমানার প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। এই প্রথম পশ্চিমবঙ্গে কোনো একজন মুসলিম মেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল।

     

    রুমানা মুর্শিদাবাদের কান্দী রাজা মণীন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ২০১৯ সালে দু’বছর আগে রুমানা মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান করায় সব সমাজে খুশির হাওয়া। বিশেষ করে মুসলিম সমাজে আরো বেশি খুশির হাওয়া।

     

    রুমানার বড় ইচ্ছা সে আরো বড় গবেষক হতে চান বিজ্ঞানে। তার মা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গয়সাবাদ হাইস্কুলের ইতিহাসের শিক্ষক। তাঁর নানা (গুলহাটিয়া, সালার, মুর্শিদাবাদ) মহম্মদ সঈদ কান্দী রাজ কলেজ থেকে দর্শন অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক পান। বিভাগ পরবর্তী পশ্চিমবঙ্গের প্রথম ডব্লিউ বি সি এস (এক্সিকিউটিভ)।

     

    এদিকে রুমানাদের কান্দির বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়ে আসেন বহরমপুরের সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন ও বর্তমান বিধায়ক সফিউল আলম খান ও অপূর্ব সরকার।

     

    অধীর রঞ্জন চৌধুরী ওনার ফেসবুক ওয়ালে লেখেন – মুর্শিদাবাদের তথা বাংলার আমাদের ঘরের কন্যা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হল, আমাদের বুকটা গর্বে ভরে গেল, নাম রুমানা সুলতানা। শিক্ষা যে শিখবে তার সম্পত্তি, রুমানা আমাদের শিক্ষা দিল। সবাই পড়ো সবাই এগিয়ে চলো। আজ বাংলার নতুন সুলতানা রাজ্য কে কাঁপিয়ে দিল, অনেক অনেক শুভেচ্ছা।

     

    দুঃখের বিষয় হলো – পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি “মহুয়া দাস যখন রেজাল্ট প্রকাশ করেন তখন উনি বারবার মুসলিম শব্দ ব্যবহার করেন, তিনি বলেন – এক মুসলিম মেয়ে প্রথম হয়েছে, মুর্শিদাবাদের এক মুসলিম মেয়ে প্রথম হয়েছে।

     

    ওনার এই রকম মন্তব্যে ক্ষুব্ধ মুসলিম সমাজ, মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের মুসলমানের প্রশ্ন – রুমানা কি তাহলে বাঙালি নয়? যদি অন্য কেউ প্রথম হতো তাহলেও কি এই ভাবে নাম প্রকাশ করতেন উনি? অনেকে ড: মহুয়া দাসের whatsapp এ এই নিয়ে প্রশ্ন করেছেন কিন্তু উনি কোনো মন্তব্য করেননি।