|
---|
বিশেষ সংবাদদাতা, নতুন গতি ডেস্ক:
পুলওয়ামার ঘটনার পর দেশজুড়ে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। এর মধ্যেই আচমকা জোরাল শব্দ কানপুর-ভিবানি কালিন্দি এক্সপ্রেসে। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে মধ্যে যাত্রীদের মধ্যে।
জানা গিয়েছে, আজ সন্ধে ৭টা ১০ মিনিট নাগাদ কানপুর-ভিবানি কালিন্দি এক্সপ্রেসের সাধারণ কামরার শৌচালয় থেকে আসে বিকট শব্দ। ট্রেনটি তথন বারাজপুর স্টেশনের কাছে ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিস্ফোরণ হয়েছে শৌচালয়। তবে বিস্ফোরকের তীব্রতা অনেক কম।