সমবায় ব্যাংক গুলোর উপর কেন্দ্র সরকারের নির্দেশিকার বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসর

আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ:দেশের সরকার একদিকে দেশের যাবতীয় সম্পদকে বেসরকারি করতে ব্যস্ত আছে অন্যদিকে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ না থাকা স্থান গুলোকে নিজের দখলে নেওয়ার পরিকল্পনা করতে ব্যস্ত আছে। দেশের কিছু সংখ্যক ধনী ব্যক্তিদের সরকারের সম্পদ থেকে লোন দিয়ে তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে দেশের যাবতীয় সম্পদ। ইতিমধ্যে ভারতীয় রেল কে বেসরকারি করণ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেন্দ্র সরকারে। একদিকে পেট্রোল, ডিজেল গ্যাস সহ যাবতীয় জিনিসের মূল বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি আবার নতুন করে সমবায় কৃষি উন্নয়ন সমিতি ( মিনি ব্যাংক) গুলোকে নিজের দখলে নেওয়ার পরিকল্পনা করা শুরু হয়ে গেছে।

    ইতিমধ্যে কেন্দ্র সরকার এই সমবায় কৃষি উন্নয়ন সমিতির অরফে মিনি ব্যাংক গুলোর উপর নির্দেশিকা জারি করে দিয়েছে। কেন্দ্র সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভে নেমে পড়েছে তৃণমূল সরকার। তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিটা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে বিক্ষোভ প্রদর্শন হয়। প্রতিটা তৃণমূলের বুথ মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন হয়। এদিন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত সুন্দরপুর অঞ্চলের ওড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেস।

    উপস্থিত ছিলেন – তৃণমূল ব্লক অবজার্ভার সিকান্দার হোসেন মহাশয়, অঞ্চল সভাপতি ক্ষিতিস কুমার সরকারে, অঞ্চল প্রধান হারুন শেখ মহাশয় সহ অঞ্চলের প্রতিটা তৃণমূল বুথ মেম্বার।এছাড়াও বহরমপুরের কান্দিতে একটি বড় আকারের অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। রেল ও সমবায় ব্যাংক এই বিষয়েই মূলত বিক্ষোভ প্রদর্শন করা হয়।